দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট কোভিডে আক্রান্ত

0

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় গতকাল তার করোনাভাইরাস শনাক্ত হয়। এখন চিকিৎসা চলছে। একই সঙ্গে কেপটাউনে আইসোলেশনে রয়েছেন তিনি। খবর সিএনএন।

করোনা শনাক্ত হওয়ার পর ৬৯ বছর বয়সী রামাফোসা আগামী এক সপ্তাহের জন্য প্রেসিডেন্টের কার্যনির্বাহী দায়িত্ব ডেপুটি প্রেসিডেন্ট ডেভিড মাবুজাকে দিয়েছেন। পাশাপাশি এ সময়ের মধ্যে যারা প্রেসিডেন্টের সংস্পর্শে এসেছিলেন, তাদের নিজেদের উপসর্গের দিকে নজর রাখতে বলা হয়েছে।

গতকাল সকালে কেপটাউনে সাবেক ডেপুটি প্রেসিডেন্ট এফডব্লিউ ডি ক্লার্কের সম্মানে রাষ্ট্রীয় অনুষ্ঠানে গিয়েছিলেন প্রেসিডেন্ট। সেখান থেকে ফেরার পর অসুস্থ বোধ করতে শুরু করেন রামাফোসা। এরপর তার স্বাস্থ্য পরীক্ষা করা হলে করোনা শনাক্ত হয়।

দেশটির প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, তার মনোবল শক্ত রয়েছে। তিনি সশস্ত্র বাহিনীর সামরিক স্বাস্থ্য বিভাগের পর্যবেক্ষণে চিকিৎসাধীন।

রামফোসা কোভিড প্রতিরোধী টিকার দুটি ডোজই নিয়েছেন বলে জানা গেছে। সম্প্রতি প্রেসিডেন্ট-সহ দক্ষিণ আফ্রিকার এক প্রতিনিধি দল পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ ভ্রমণে যান। তখন সব দেশে সবার করোনা পরীক্ষা করা হয়। ৮ ডিসেম্বর প্রেসিডেন্টের করোনা পরীক্ষা করা হয়েছিল জোহানেসবার্গে, সে সময় তার রিপোর্ট নেগেটিভ এসেছিল।

কোভিডে আক্রান্ত হওয়ার পর প্রেসিডেন্টের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, সবাইকে টিকা নিতে হবে। পাশাপাশি এ রোগের ওপরও নজর রাখতে হবে। শারীরিক অবস্থা খারাপ হওয়া কিংবা হাসপাতালে ভর্তি হওয়া থেকে টিকা রক্ষা করতে পারে বলে বিবৃতিতে বলা হয়েছে।

কোভিড-১৯-এর নতুন ধরন ওমিক্রন প্রথম দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়। ধরনটির প্রকোপে দেশটিতে করোনার চতুর্থ ঢেউ দেখা দিয়েছে। তবে রামফোসা ওমিক্রনে আক্রান্ত হয়েছেন কি না তা প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়নি।

এদিকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট করোনা আক্রান্ত হওয়ার পর বার্তা দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রস অ্যাডানম ঘেব্রেসাসা। প্রেসিডেন্টের দ্রুত সুস্থ হওয়ার ব্যাপারে প্রার্থনা করেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকায় প্রায় ২৫ শতাংশ মানুষ কোভিড টিকার পূর্ণ ডোজ নিয়েছেন। ৫ শতাংশ নিয়েছেন এক ডোজ টিকা।

Share.