থ্রিডি (ত্রিমাত্রিক) প্রিন্টারের ব্যবহার নিয়ে বেশ আগ্রহ রয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের। পিছিয়ে নেই তাঁর বড় মেয়ে ম্যাক্সিমা চ্যান জাকারবার্গ ম্যাক্স। তাই ছয় বছরের ম্যাক্সকে নিয়ে ইউটিউবে নিয়মিত ‘এমিলি দ্য ইঞ্জিনিয়ার’–এর তৈরি বিভিন্ন ভিডিও দেখেন জাকারবার্গ।
চ্যানেলটিতে থ্রিডি প্রিন্টার দিয়ে নানা কিছু তৈরির ভিডিও দেখানো হয়।
জাকারবার্গ ও ম্যাক্সের আগ্রহের কথা জানতে পেরে একাধিক থ্রিডি প্রিন্টার নিয়ে তাঁদের ঘরেই চলে এসেছেন ‘এমিলি দ্য ইঞ্জিনিয়ার’–এর এমিলি। হাতের কাছে থ্রিডি প্রিন্টার পেয়ে প্রথমে মায়ের জন্য একটা ত্রিমাত্রিক ফুল তৈরি করে ম্যাক্স।
এরপর ম্যাক্সের জন্য ‘স্টার ওয়ার্স’–এর লাইটসবার (আলোযুক্ত তলোয়ার) তৈরি করে দেন এমিলি। এরপর নিজের জন্য সুপারহিরোর পোশাক তৈরির আবদার করে ম্যাক্স।
থ্রিডি প্রিন্টার ব্যবহারের সুযোগ হাতছাড়া করেননি জাকারবার্গও। থ্রিডি প্রিন্টার দিয়ে তৈরি করেছেন ফয়েলের ওপর বিশেষ নকশার উইংস বা পাখা।
নিজের ফেসবুক প্রোফাইলে থ্রিডি প্রিন্টারসহ নিজেদের আনন্দঘন মুহূর্তের ছবিও পোস্ট করেছেন মার্ক জাকারবার্গ। ♦