তিন মাস পর দর্শকশূন্য মাঠে ফিরছে ইংলিশ প্রিমিয়ার লিগ

0

রোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে বন্ধ হয়ে যাওয়া ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) চলতি আসর ফের শুরু হচ্ছে ১৭ জুন।

প্রায় তিন মাস স্থগিত থাকার পর পুনরায় শুরুর প্রথম ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে আর্সেনালের। আরেক ম্যাচে অ্যাস্টন ভিলার প্রতিপক্ষ শেফিল্ড ইউনাইটেড। এর আগে ৯ মার্চ অ্যাস্টন ভিলার বিরুদ্ধে লেস্টার সিটির ৪-০ গোলে জয়ের ম্যাচটি দিয়ে স্থগিত হয়েছিল ইপিএল।

এ চার দলের মাধ্যমে মাঠে ফুটবল গড়ানোর পর পুরো রাউন্ডটি অনুষ্ঠিত হবে। এখনো লিগের ৯২ ম্যাচ বাকি রয়েছে। সব ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দর্শকরা বাড়িতে বসে টেলিভিশনের পর্দায় খেলা উপভোগ করতে পারবেন।

খেলাগুলো স্কাই স্পোর্টস, বিটি স্পোর্ট, বিবিসি স্পোর্ট ও অ্যামাজন প্রাইমে সরাসরি সম্প্রচারিত হবে।

সরকারের পক্ষ থেকে এখনো সুরক্ষা নির্দেশিকা জারি করা হয়নি, তবে সব রকমের সুরক্ষা ও স্বাস্থ্যবিধি মেনেই যে খেলা শুরু হবে, তা নিশ্চিতভাবে বলা যায়।

Share.