তিন কোম্পানির ঋণমান নির্ণয়

0

ণমান (ক্রেডিট রেটিং) অবস্থান প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রবি আজিয়াটা লিমিটেড, গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড ও ফু-ওয়াং সিরামিকস লিমিটেড। বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

রবি আজিয়াটা লিমিটেড
কোম্পানিটির ঋণমান অবস্থান নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। কোম্পানিটি রেটিং পেয়েছে ‘এএ২’। ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং সম্পন্ন হয়েছে।

সম্প্রতি পুঁজিবাজারে আসা কোম্পানিটির ৬ হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন পাঁচ হাজার ২৩৭ কোটি ৯৩ লাখ টাকা। কোম্পানির রিজার্ভের পরিমাণ এক হাজার ২৩৬ কোটি দুই লাখ টাকা। কোম্পানিটির মোট ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৩৫টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের ৯০ দশমিক ০৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ২ দশমিক ০৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে বাকি ৭ দশমিক ৮৭ শতাংশ শেয়ার রয়েছে।

গ্লোবাল হেভি কেমিক্যালস
কোম্পানিটির ঋণমান অবস্থান নির্ণয় করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। কোম্পানিটি দীর্ঘ মেয়াদে রেটিং পেয়েছে ‘এ প্লাস’। আর স্বল্প মেয়াদে পেয়েছে ‘এসটি-২’। ৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং সম্পন্ন হয়েছে।

২০১৩ সালে পুঁজিবাজারে আসা কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৭২ কোটি টাকা। রিজার্ভে আছে ২১১ কোটি ৭৮ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা সাত কোটি ২০ লাখ। মোট শেয়ারের মধ্যে ৬৯ দশমিক শূন্য তিন শতাংশ উদ্যোক্তা বা পরিচালকদের হাতে, ১৯ দশমিক ৯০ শতাংশ প্রাতিষ্ঠানিক এবং ১১ দশমিক ০৭ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

ফু-ওয়াং সিরামিকস লিমিটেড
কোম্পানিটির ঋণমান অবস্থান নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। কোম্পানিটি রেটিং পেয়েছে ‘বিবিবি১’। ৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২৮ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত ব্যাংকঋণের অবস্থান এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং সম্পন্ন হয়েছে।

৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১৩৬ কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকা। কোম্পানিটির মোট ১৩ কোটি ৬২ লাখ ৬৯ হাজার ৯৩টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৭ দশমিক ৩৩ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ৩১ দশমিক ০১ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক ৪০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৬১ দশমিক ২৬ শতাংশ শেয়ার রয়েছে।

Share.