পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলন করতে চায় বিমা খাতের দুই কোম্পানি। এজন্য কোম্পানি দুটি সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করেছে।
কোম্পানি দুটি হচ্ছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
জানা গেছে, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স আইপিওর মাধ্যমে ১৫ কোটি টাকা সংগ্রহ করতে চায়। কোম্পানির অনুমোদিত মূলধন ২৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ২২ কোটি ৫০ লাখ টাকা। সর্বশেষ হিসাববছরে, কোম্পানিটির প্রিমিয়াম আয় হয়েছে ৩১ কোটি ৩০ লাখ টাকা। ওই সময় পর্যন্ত লাইফ ইন্স্যুরেন্স তহবিলের আকার ছিল ২১ কোটি ৬০ লাখ টাকা।
অপরদিকে সেনাকল্যাণ ইন্স্যুরেন্স আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা সংগ্রহ করতে চায়। বর্তমানে কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ২৪ কোটি টাকা। সর্বশেষ বছরের আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) তিন দশমিক ৯৩ টাকা। শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) মূল্য ২১ দশমিক শূন্য ৯ টাকা। ♦