তফসিল ঘোষণা, বেসিস নির্বাচন ২২ মে

0

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) বাংলাদেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের একটি বাণিজ্য সংগঠন। এর নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়েছে।

এজন্য সংগঠনটি ২০২১-২৩ সেশনের নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। চলতি বছরের ২২ মে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

২ বছর মেয়াদের জন্য ৯ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুয়ায়ী নির্বাচনে ভোটার হতে সব বকেয়াসহ বাৎসরিক সদস্য ফি পরিশোধ করতে হবে। এজন্য সদস্যরা প্রয়োজনীয় কাগজপত্রসহ ফি পরিশোধে ২২ মার্চ পর্যন্ত সময় পাবেন।

৩ এপ্রিল প্রাথমিক ভোটার তালিকা এবং যাচাই-বাছাই ও শুনানি শেষে ১৭ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনে প্রার্থী হতে আগ্রহীরা ১৮ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সময়ে নমিনেশন পেপার জমা দিতে পারবেন। ২৩ এপ্রিল বৈধ প্রার্থীদের প্রাথমিক তালিকা এবং যাচাই-বাছাই ও শুনানি শেষে ২ এপ্রিল চূড়ান্ত বৈধ প্রার্থী তালিকা দেয়া হবে।

৪ মে প্রার্থীতা প্রত্যাহারের দিন ও শেষে ৫ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৮ মে হবে প্রার্থী পরিচিতি সভা।

২২ মে রাজধানীর কাওরানবাজারের বিডিবিএল ভবনের পঞ্চম তলায় বেসিস কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভোটাররা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দিতে পারবেন। ওইদিন ভোট গননা ও ফল প্রকাশ করা হবে।

বেসিস
বেসিস জাতীয়ভাবে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তির বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা (আইটিএস) খাতকে এগিয়ে নিতে একটি পৃথক বাণিজ্য সংগঠন থাকার যৌক্তিক বিবেচনায় প্রতিষ্ঠিত হয় সংগঠনটি।

এর মূল লক্ষ্য বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা প্রদর্শন।

এটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। বেসিসের প্রতিষ্ঠাকালীন সদস্যসংখ্যা ছিল ১৮।

কাজ
স্থানীয় তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতিতে নীতিনির্ধারণী পর্যায়ের সদস্যদের সেবা দিতে নানা নীতিমালা প্রণয়নসহ বাস্তবায়নে সরকারকে সাহায্য করে বেসিস।

দেশ ও দেশের বাইরে নানা অনুষ্ঠান, মেলা ও সম্মেলন আয়োজন করে বেসিস। এ ছাড়া সদস্যদের প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়তে প্রশিক্ষণ, কর্মশালা আয়োজন করে।

একইসঙ্গে বিভিন্ন স্থায়ী কমিটির মাধ্যমে সদস্যদের সঙ্গে সরকারি, বেসরকারি নানা খাতের সমন্বয় সাধন ও সংশ্লিষ্ট বিষয়ে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা করে।

সবাইকে সঙ্গে নিয়ে
বেসিস নানা খাতের সঙ্গে সমন্বয় করে তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতিতে কাজ করে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের জন্য বেসিস তিনভাবে কাজ করে। বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টের (বিআইটিএম) মাধ্যমে প্রশিক্ষণ দেয়।

বেসিস স্টুডেন্টস ফোরামের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক ও স্থানীয় তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা প্রদর্শনের সুযোগ করে দেয়া হয়। যেমন নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ করে দেয়া। তথ্যপ্রযুক্তি শিল্পর জন্য প্রয়োজনীয় বিষয়ের সঙ্গে সমন্বয় করে পাঠ্যক্রম প্রণয়নের জন্য পদক্ষেপ নেয় ফোরাম।

নারী উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে রয়েছে বেসিস উইমেন ফোরাম। প্রযুক্তি খাতে নারী উদ্যোক্তাদের সহায়তা করা ও নতুন উদ্যোক্তা তৈরি এর অন্যতম কাজ।

Share.