স্পোর্টিং লিসবন থেকে পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজকে কিনেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এখন দুই দলের চুক্তি নিয়ে সন্দেহ তুলে মামলা ঠুকে দিয়েছে ইতালিয়ান ক্লাব সাম্পদোরিয়া। এ বিষয়ে তদন্ত শুরু করেছে ফিফা।
জানুয়ারিতে ৪৭ মিলিয়ন পাউন্ডে স্পোর্টিং লিসবন থেকে ব্রুনো ফার্নান্দেজকে কেনে ম্যানইউ। শুরু থেকেই রেড ডেভিলদের হয়ে দারুণ ছন্দে রয়েছেন পর্তুগিজ তরুণ তারকা।
সিরি আ’র দল সাম্পদোরিয়ার দাবি, ফার্নান্দেজের দলবদল ফিতে কথা আছে তাদেরও। লিসবনে যাওয়ার আগে একবছর তাদের দলে খেলেছেন রোনালদোর পর্তুগিজ সতীর্থ। পরে লিসবনে খেলেছেন আড়াই বছর। সাম্পদোরিয়ার দাবি, লিসবন-ম্যানইউ চুক্তিতে ১০ শতাংশ রিলিজ ক্লজে ফি পাওনা আছে তাদের। সে হিসেবে চার মিলিয়ন পাউন্ড পাওনা, যা পরিশোধ না হওয়ায় মামলা ঠুকে দিয়েছে তারা।
ফিফার একজন মুখপাত্র জানিয়েছেন, এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে কিন্তু এখনই তারা কোনো বক্তব্য দেবেন না। ♦