ইউরোপীয় ইউনিয়নের তথ্য সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের রিটেইল জায়ান্ট অ্যামাজনকে রেকর্ড ৮৮ কোটি ডলার জরিমানা করা হয়েছে।
বিশ্বের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। একে জার্মানির লুক্সেমবার্গ কর্তৃপক্ষ গতকাল শুক্রবার এ জরিমানার আদেশ দিয়েছে।
১৬ জুলাই লুক্সেমবার্গের জাতীয় তথ্য সুরক্ষা কমিশন এক প্রতিবেদনে বলে, ‘অ্যামাজন ইউরোপীয় ইউনিয়নের ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়টি মানেনি।’
আমাজন জানিয়েছে, তারা সিএনপিডির সিদ্ধান্তটি বাছবিচার ছাড়াই হতে পারে এবং তারা এর বিরুদ্ধে আপিল করবে।
এসইসি নথিতে বিস্তারিত কোনো বিবরণ তুলে ধরা হয়নি। তবে ইউরোপীয় ইউনিয়নের একটি ভোক্তা গ্রুপ দাবি করেছে, বিজ্ঞাপনের জন্য অনুমতি ছাড়াও প্রতিষ্ঠানটি ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে।
ইইউর ডিজিপিআর নামে পরিচিত তথ্য সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এটাই সর্বশেষ মামলা।
গত বছর অ্যামাজনকে ৩৫ মিলিন ইউরো জরিমানা করে ফ্রান্সের কর্তৃপক্ষ। সে সময় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গ্রাহকের কুকিজ সংগ্রহ ও ট্র্যাক করার অভিযোগ আনা হয়েছিল।
একই আইন লঙ্ঘন করায় গুগলের বিরুদ্ধে সে বছর ১০ কোটি ইউরো জরিমানা করা হয়। ♦