ডেঙ্গু পরিস্থিতি নভেম্বর পর্যন্ত থাকতে পারে

0

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব রীতিমতো ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। প্রতিদিন হাসপাতালে পাল্লা দিয়ে বাড়ছে রোগীর সংখ্যা। বিশেষজ্ঞদের আশঙ্কা, নভেম্বর পর্যন্ত ডেঙ্গুর সর্বোচ্চ প্রকোপ অব্যাহত থাকতে পারে।

অন্যান্য বছর ডেঙ্গু মৌসুম শুরু হওয়ার সময় রোগী বাড়লেও এবার পরিস্থিতি ব্যতিক্রম। এ বছর ডেঙ্গুর মৌসুম শুরু আগেই হাসপাতালগুলোয় রোগীর সংখ্যা বেড়েছে। হাসপাতালে বাড়তি রোগীর চাপে তাদের সেবা দিতে চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন।

ইতোমধ্যে ঢাকার তিনটি বড় সরকারি হাসপাতালে রোগীর চাপ ধারণক্ষমতার বাইরে। গত তিন বছরের পরিসংখ্যান বলছে, ডেঙ্গুর প্রাদুর্ভাবের সর্বোচ্চ সময় (পিক টাইম) এখনও আসেনি। 

Share.