ডিএসইর সাপ্তাহিক চিত্র, মূলধন বেড়েছে চার হাজার কোটি টাকা

0

গের সপ্তাহে সামান্য লোকসান দেখলেও গত সপ্তাহে কিছুটা মুনাফা দেখতে পেয়েছেন বিমা খাতের বিনিয়োগকারীরা, পাশাপাশি তারা নতুন বিনিয়োগ শুরু করেছেন বস্ত্র খাতে। এর সঙ্গে শেয়ার ক্রয় প্রবণতা দেখা গেছে মৌলভিত্তির খাত হিসেবে বিবেচিত খাতগুলোর মধ্যে ব্যাংক খাতেও।

ফলে সামগ্রিকভাবে মোট লেনদেন প্রায় অর্ধেক কমলেও বেড়েছে সব সূচক।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) গত সপ্তাহের তথ্য বিশ্লেষণে পাওয়া গেছে এমন তথ্য।

তথ্য অনুযায়ী, এ সময় বিনিয়োগকারীদের আগ্রহ ছিল বস্ত্র, ব্যাংক, বিমা ও এনবিএফআই খাতের শেয়ারের প্রতি।

অপরদিকে আলোচিত সময়ে আগের সপ্তাহের চেয়ে লোকসান দেখা গেছে ভ্রমণ ও সেবা খাতের শেয়ারে।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত সপ্তাহে মোট ৩৮০টি কোম্পানি ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে শেয়ারদর বাড়ে ১৯৭টির, কমে ১৬২টির, অপরিবর্তিত ছিল ১৭টির ও লেনদেন হয়নি চারটির।

ডিএসই প্রধান সূচক ৫৭ দশমিক ৬৫ পয়ন্ট, ডিএস৩০ সূচক আট দশমিক ৮৫ পয়েন্ট ও শরিয়াহ্ সূচক ১২ দশমিক ৯০ পয়েন্ট বাড়ে।

বিনিয়োগকারী ও বাজার-সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মৌলভিত্তির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। সপ্তাহজুড়ে এ প্রবণতা দেখা গেছে। এতে মৌলভিত্তির শেয়ারের লেনদেন বেড়েছে। এর মধ্যে রয়েছে ব্যাংক, বিমা, বস্ত্র ও এনবিএফআই। এসবের ওপর ভর করে এগিয়েছে সব সূচক।

যদিও গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেন আগের সপ্তাহের চেয়ে কমেছে ৪০ শতাংশের বেশি। লেনদেন কমলেও বেড়েছে বাজার মূলধন। এক সপ্তাহে বাজার মূলধন বেড়েছে চার হাজার কোটি টাকা।

গত সপ্তাহে পুঁজিবাজারের সর্বত্র আলোচনা ছিল লকডাউন নিয়ে। কভিড-১৯ মহামারির অবনতি হলে বিনিয়োগকারীরা সচেতন হন। আলোচিত সময়ে দুর্বল প্রতিষ্ঠান তথা জেড ‘ক্যাটাগরির’ শেয়ারের প্রতিও বিনিয়োগকারীদের আগ্রহ বেশি ছিল।

এ কারণে সদ্য মূল মার্কেটে ফেরা কোম্পানির শেয়ারদরও বাড়তে দেখা যায়।

তথ্য বলছে, ডিএসইতে গত সপ্তাহে সর্বোচ্চ মুনাফা ১০ দশমিক চার শতাংশ গেইন দেখতে পান বিনিয়োগকারীরা। এছাড়া পেপার খাতে চার দশমিক ছয় শতাংশ, ব্যাংক খাতে এক দশমিক এক শতাংশ ও সাধারণ বিমা খাতে দশমিক ৯ শতাংশ গেইনার দেখা যায়।

ডিএসইতে লেনদেনে সর্বোচ্চ অবদান রাখে বস্ত্র খাত ২৪ শতাংশ, ব্যাংক ১০ দশমিক আট শতাংশ, সাধারণ বিমা ৯ দশমিক আট শতাংশ ও প্রকৌশল খাত আট দশমিক তিন শতাংশ।

একক কোম্পানি হিসেবে ডিএসইতে গত সপ্তাহে শেয়ারদর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে আসে অলিম্পিক এক্সেসরিজ, ডেল্টা লাইফ ও কে অ্যান্ড কিউ। অপরদিকে শেয়ারদর হারানোর তালিকায় শীর্ষে নাম লেখায় সাফকো স্পিনিং মিলস, প্রগতি ইন্স্যুরেন্স ও মালেক স্পিনিং মিলস।

Share.