দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। একই সঙ্গে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে।
অন্যদিকে অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ১২ পয়েন্ট বা শূন্য দশমিক ০৫ শতাংশ বেড়ে ছয় হাজার ১৫৩ দশমিক ৩৩ পয়েন্টে অবস্থান করে।
ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ দশমিক ৪৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১৮ শতাংশ কমে ১ হাজার ৩৫১ দশমিক ৯৫ পয়েন্টে অবস্থান করে।
ডিএস৩০ সূচক ৭ দশমিক ১৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৩ শতাংশ কমে দুই হাজার ১০৩ দশমিক ৯২ পয়েন্টে অবস্থান করে।
ডিএসইতে লেনদেন হয় ৯৭৯ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। কোম্পানিটির ৪৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এর পরের অবস্থানে থাকা মালেক স্পিনিং মিলস লিমিটেডের ৪৩ কোটি ৭৪ লাখ, বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ৩৬ কোটি ৬৯ লাখ, ইভিন্স টেক্সটাইল লিমিটেডের ৩২ কোটি ২৫ লাখ, ফু-ওয়াং ফুড লিমিটেডের ২৩ কোটি ৪২ লাখ, আইএফআইসি ব্যাংক লিমিটেডের ২১ কোটি ৭৮ লাখ, আফতাব অটোমোবাইলস লিমিটেডের ২১ কোটি ৫৩ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ২০ কোটি ৫৭ লাখ, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৮ কোটি ৩৪ লাখ এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৭ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গতকাল ১৩ দশমিক ৮৪ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
এর পরের অবস্থানে থাকা ফার কেমিক্যালস লিমিটেডের ১০ শতাংশ, শিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১০ শতাংশ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ৯ দশমিক ৯০ শতাংশ, আফতাব অটোমোবাইলস লিমিটেডের ৯ দশমিক ৮৭ শতাংশ, ইভিন্স টেক্সটাইল লিমিটেডের ৯ দশমিক ৮৬ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৮৪ শতাংশ, মালেক স্পিনিং মিলস লিমিটেডের ৯ দশমিক ৭৮ শতাংশ, সায়হাম কটন মিলস লিমিটেডের ৯ দশমিক ৭৭ শতাংশ এবং সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেডের ৯ দশমিক ৬৭ শতাংশ শেয়ারদর বেড়েছে। ♦