ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক ইনফরমেশন অফিসার (পিআইও) হলেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা এম. সাইফুর রহমান মজুমদার। বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে ডিএসই।
এম. সাইফুর রহমান মজুমদার ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে ২০২০ সালের ৯ জানুয়ারি যোগ দেন।
ডিএসইতে যোগ দেয়ার আগে তিনি করপোরেট ও আর্থিক পরামর্শক সংস্থা করপোরেট সাপোর্ট লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
এ ছাড়া তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সাইফুর রহমান মজুমদার একজন খ্যাতনামা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট। তিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় উভয় অ্যাকাউন্টিং সংস্থা আইসিএবি ও আইসিএমএবির ফেলো সদস্য।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে বি.কম (সম্মান) ও এম.কম (অ্যাকাউন্টিং) সম্পন্ন করেন।
চার্টার্ড অ্যাকাউন্টেসি কোর্সের সময় সাইফুর রহমান মজুমদার বাংলাদেশের অন্যতম শীর্ষ নিরীক্ষা ও পরামর্শক প্রতিষ্ঠান কেপিএমজি রহমানের রহমান হকের সঙ্গে কাজ করেছেন। ♦