টোকিও অলিম্পিকের আর্চারিতে রিকার্ভের মিশ্র ইভেন্টের চূড়ান্ত পর্বে খেলার টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। এ ইভেন্টে বিশ্বের ২৯টি দেশের তিরন্দাজরা লড়াই করেছেন। এর মধ্যে চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছে ১৬টি দেশ। বাংলাদেশ সর্বশেষ দল হিসেবে ১৬তম হয়ে খেলবে চূড়ান্ত পর্বে।
র্যাংকিং রাউন্ডে মৌসুম সেরা পারফরম্যান্স এসেছে রোমান সানার কাছ থেকে। আর ব্যক্তিগত সেরা পারফর্ম করেছেন দিয়া সিদ্দিকী।
প্রথমবার অলিম্পিকে সুযোগ পেয়ে নিজেদের রাঙিয়েছেন এ দুই আর্চার।
অলিম্পিকে সেরা আর্চারদের মধ্যে প্রথম দিনে র্যাংকিং রাউন্ডে ১৭তম হয়েছে রোমান সানা। এটা দেশসেরা আর্চারের ক্যারিয়ার সেরা না হলেও মৌসুম সেরা।
প্রথমার্ধে ৩৩৭ স্কোর করেন রোমান। দ্বিতীয়ার্ধে স্কোর করেন ৩২৫। সব মিলে ২৮টি পারফেক্ট দশ স্কোর করেন এই আর্চার। দুই অর্ধ মিলিয়ে ৬৬২ স্কোর করেন রোমান।
শেষ ৩২-এ ২৭ জুলাই ইংল্যান্ডের আর্চার হল টমের বিপক্ষে লড়বেন রোমান।
এদিকে নারীদের রিকার্ভ ইভেন্টে ক্যারিয়ার সেরা স্কোর করেন দিয়া। র্যাংকিং পর্বে হয়েছেন ৩৬তম। প্রথমার্ধে ৩০৭ স্কোর করে দ্বিতীয়ার্ধে করেন ৩২৮ পয়েন্ট। সব মিলে ১৯ পারফেক্ট দশ স্কোর করে দিয়ার পয়েন্ট দাঁড়ায় ৬৩৫।
২৯ জুলাই বেলারুশের কারিনা জিওমিনস্কায়ার বিপক্ষে শেষ ৩২ এর খেলায় নামবেন দিয়া সিদ্দিকী। ♦