টানা ৭ বার “এএএ” ক্রেডিট রেটিং অর্জন করেছে গ্রীন ডেল্টা

0

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স বাংলাদেশ ক্রেডিট রেটিং এজেন্সি (সিআরএবি) থেকে ২০২০ সালে টানা সপ্তমবার “এএএ” ক্রেডিট রেটিং অর্জন করেছে।

গ্রীন ডেল্টা-ই বাংলাদেশের একমাত্র ও প্রথম বীমা সংস্থা যা টানা ৭ বছর ধরে “এএএ” এ অর্জন ধরে রেখেছে।

ক্রেডিট রেটিংয়ের মূল লক্ষ্য করপোরেট প্রশাসন, ব্যবস্থাপনা পদ্ধতি, বীমা দাবি পরিশোধের ক্ষমতাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মূল্যায়নের ভিত্তিতে একটি প্রতিষ্ঠানের অর্থবল পরিমাপ করা। কোন সংস্থা তার আর্থিক শক্তির জন্য যে সর্বোচ্চ ক্রেডিট রেটিং পেতে পারে সেটি হল “এএএ” রেটিং।

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের টানা ৭ বছর “এএএ” ক্রেডিট রেটিং অর্জন প্রমাণ করে প্রতিষ্ঠানটির আর্থিক স্বচ্ছতা ও দক্ষ ব্যবস্থাপনা।

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী বলেন, “এটি সত্যিই আমাদের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। আমাদের উপর আস্থা রাখার জন্য আমাদের সন্মানিত গ্রাহকদের আন্তরিক ধন্যবাদ জানাই। তা ছাড়া আমাদের সব শেয়ারহোল্ডার, পরিচালনা পর্ষদ, নিয়ন্ত্রক, নীতি নির্ধারক, স্থানীয় ও আন্তর্জাতিক সহায়তা অংশীদার, এবং সর্বোপরি আমাদের গ্রীন ডেল্টা পরিবারের সদস্যদের তাদের নিরবচ্ছিন্ন সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি।”

সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি সৈয়দ মইনুদ্দিন আহমেদ বলেন, “যদিও কোভিড -১৯ জীবনের সব ক্ষেত্রে প্রভাব ফেলেছে কিন্তু আমরা আমাদের সেবা ও ব্যবসায়িক কার্যক্রম ডিজিটালে রূপান্তরের মাধ্যমে যথারীতি ব্যবসায়িক কার্যক্রম সচল রেখেছি। সিআরএবির টানা ৭ বছর “এএএ” ক্রেডিট রেটিং (দীর্ঘ মেয়াদী) ও এসটি-১ রেটিং (স্বল্প মেয়াদী) স্বীকৃতি পাওয়া আমাদের টেকসই ব্যবসায়িক পদক্ষেপের একটি উজ্জ্বল প্রতিফলন।”

Share.