টানা তৃতীয়বার স্পিনিং ও টেক্সটাইল শ্রেণিতে করদাতা প্রতিষ্ঠান হিসেবে ট্যাক্স কার্ড ও সম্মাননা পেয়েছে উর্মি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ফখরুদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড।
এবার ৫ম সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ে ট্যাক্স কার্ড ও সম্মাননা দান অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের কাছ থেকে ট্যাক্স কার্ড, সার্টিফিকেট ও ক্রেস্ট গ্রহণ করেন উর্মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফ।
উর্মি গ্রুপ
শিল্পোদ্যোক্তা আসিফ আশরাফের হাত ধরে ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় উর্মি গ্রুপ। সেই থেকে তৈরি পোশাক রপ্তানি করে আসা গ্রুপটি দিন দিন এগিয়ে যাচ্ছে।
করোনাকালে মাস্কসহ সুরক্ষা পোশাক উৎপাদন করছে গ্রুপটি।
তৈরি পোশাক শিল্প ও বস্ত্র (বার্ষিক রপ্তানি আয় ৫০ মিলিয়ন ডলারের কম) ক্যাটাগরিতে ‘উর্মি গ্রুপ ‘এইচএসবিসি এক্সপোর্ট একসিলেন্স অ্যাওয়ার্ড ২০১১’ অর্জন করে। ♦