এবি ব্যাংক লিমিটেড টাঙ্গাইলের মধুপুর উপজেলার দেড় হাজারের অধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নিজস্ব তত্ত্বাবধানে স্মার্টকার্ডের মাধ্যমে কৃষিঋণ দিয়েছে।
মধুপুর মিলনায়তনে এ ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের ডিসি জসীম উদ্দীন হায়দার, মধুপুর উপজেলা চেয়ারম্যান মো. ছরোয়ার আলম খান আবু, ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান মো. হারুনার রশিদ, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন ও মধুপুর পৌরসভা মেয়র মো. সিদ্দিক হোসেন খান।
এতে সভাপতিত্ব করেন এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল। ♦