কানাডার টরন্টোয় বসবাসরত বাংলাদেশিসহ দক্ষিণ এশীয় প্রবীণদের সহায়তার লক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে কানাডিয়ান সেন্টার ফর ইনফরমেশন এন্ড নলেজ।
এর মধ্যে ভার্চুয়াল বিভিন্ন কর্মশালা পরিচালনা, দর্শনীয় স্থানগুলোয় ভার্চুয়াল ভ্রমণ, বিশেষজ্ঞদের সহায়তায় স্বাস্থ্য পরামর্শ দেওয়া, গল্প শেয়ার করার মতো বিনোদনমূলক কার্যকলাপ চালানো অন্যতম।
২৮ জুন থেকে পরিচালিত হবে এসব কর্মসূচি।
কানাডিয়ান সেন্টারের পক্ষে সম্প্রতি শতাধিক প্রবীণ ব্যক্তির (৫৫+) সঙ্গে যোগাযোগ করা হয়। এর উদ্দেশ্য ছিল করোনাকালে তারা কেমন আছেন ও কোনো সমস্যা অনুভব করছেন কিনা তা জানা। এতে দেখা যায় অনেকে তাদের ও দেশ-বিদেশে অবস্থানরত নিকটজনদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন। এছাড়া কিছু ব্যক্তিগত ও অন্য সমস্যাও রয়েছে। বিষয়টির উপর গুরুত্ব দিয়ে কানাডিয়ান সেন্টার এসব উদ্যোগ নিয়েছে। এতে সহায়তা করছে সার্ভিস কানাডা।
উল্লেখযোগ্য উদ্যোগ হচ্ছে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য প্রবীণদের সম্পৃক্ত করে ভার্চুয়াল বিভিন্ন কার্যক্রম চালানো। যেমন সবজি বাগান সম্পর্কে পরামর্শ, দর্শনীয় স্থানগুলোয় ভার্চুয়াল ভ্রমণ, বিশেষজ্ঞদের সহায়তায় স্বাস্থ্য পরামর্শ দেওয়া, গল্প শেয়ার করার মতো বিনোদনমূলক ক্রিয়াকলাপ চালানো। কীভাবে স্মার্ট ফোন, ট্যাবলেট, ল্যাপটপ ও রিমোট টিউটোরিয়াল ব্যবহার করে অন্যের সঙ্গে ভিডিও চ্যাট করতে হয় তা শেখানো। সামর্থ্য অনুযায়ী শুকনো খাবার, ফেস মাস্ক, হ্যান্ড গ্লাভস দান ও প্রয়োজনীয় তথ্য দিয়ে নৈতিক সমর্থন দেয়া।
এরই ধারাবাহিকতায় ২৮ জুন, দুপুর ১২টায় একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। সবজি চাষে বিদ্যমান সমস্যা ও উত্তরণের উপায়সহ এ বিষয়ক বিভিন্ন তথ্য দেয়া হবে। অনুষ্ঠানে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন তিনজন কৃষিবিদ কামাল মুস্তফা হিমু, ড. মোহাম্মদ আলি ও গোলাম আজম চৌধুরী।
জুমে অনুষ্ঠানটি পরিচালনা করা হবে। সবার জন্য এটি উন্মুক্ত। আগ্রহীরা অংশ নেয়ার জন্য cciktoronto@gmail.com ইমেইলে জানালে, লিংক, আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে। ♦
— সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা