টপটেন গেইনারের শীর্ষে সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড

0

মাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১১.৫৭ শতাংশ বেড়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১৩ কোটি ২০ লাখ টাকা লেনদেন করে, যা গড়ে প্রতিদিন ২ কোটি ৬৪ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ৮ দশমিক ৮৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২ কোটি ৭৫ লাখ ১২ হাজার টাকা লেনদেন করে, যা গড়ে প্রতিদিন ৫৫ লাখ ২ হাজার টাকা।

বেক্সিমকো ফার্মাসিটিক্যালস গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ৮ দশমিক ৫১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩২ কোটি ৭৫ লাখ ৬ হাজার টাকা লেনদেন করে, যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৫৫ লাখ ১ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে দি একমি ল্যাবরেটরিজ, রেকিট বেনকিজার, পাওয়ার গ্রিড কোম্পানি, রিপাবলিক ইন্স্যুরেন্স, ইন্দো-বাংলা, ন্যাশনাল টি কোম্পানি ও আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড।

Share.