জেনারেল মোটরস-ইউএডব্লিউর সাময়িক চুক্তি

0

যুক্তরাষ্ট্রে অটোওয়ার্কারদের বেতন বৃদ্ধি ও ক্ষতিপূরণের পুরোনো চুক্তি বাতিলের দাবিতে চলা ধর্মঘট শেষ করতে চুক্তিতে পৌঁছেছে জেনারেল মোটরস (জিএম) ও ইউনাইটেড অটোওয়ার্কার্স (ইউএডব্লিউ)।

দুপক্ষই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। অস্থায়ী এ চুক্তির মাধ্যমে গত সপ্তাহে ওয়ার্কারদের সঙ্গে সমঝোতায় আসা স্টেল্যান্টিস ও ফোর্ডের সঙ্গে যুক্ত হলো জেনারেল মোটরসের নাম।

অটোওয়ার্কার্সের অনুমোদিত চুক্তির মাধ্যমে মোটর ইন্ডাস্ট্রির বিগ থ্রির বিরুদ্ধে গত মাস থেকে চলমান ধর্মঘটের অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে। ফোর্ড, স্টেল্যানটিস ও জিএমের চুক্তিতে চার বছরে ২৫ শতাংশ বেতন বৃদ্ধির পাশাপাশি পেনশন ব্যবস্থা ও শ্রমিকদের ক্ষতিপূরণ পাওয়ার নিয়মেও উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে।

জিএমের সঙ্গে সম্মত হওয়া চুক্তিটিকে ওয়ার্কারদের অর্থনৈতিক অর্জনের পথকে সুগম করা ঐতিহাসিক চুক্তি বলে ইউনাইটেড অটোওয়ার্কার্স অভিহিত করেছে।

গত মাসে মিশিগানের ইউএডব্লিউ সদস্যদের সঙ্গে দেখা করে ধর্মঘটের সঙ্গে সহমত প্রকাশ করা প্রেসিডেন্ট জো বাইডেন চুক্তিটিকে ‘ঐতিহাসিক’ হিসেবে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, বিগ থ্রির অস্থায়ী চুক্তিটি প্রমাণ করে যে আইকনিক বিগ থ্রির মান ও উদ্ভাবনে বিশ্বকে নেতৃত্ব দেয়ার সক্ষমতা রয়েছে।

জিএমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেরি বাররা একটি পৃথক বিবৃতিতে কোম্পানি ও কর্মীদের চাহিদার মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য চুক্তির প্রশংসা করেন। তিনি বলেন, ইউএডব্লিউর সঙ্গে একটি অস্থায়ী চুক্তিতে জিএম পৌঁছাতে পেরে আনন্দিত। চুক্তিটি আমাদের ভবিষ্যৎ বিনিয়োগ এবং এটি গ্রাহকদের কাছে শ্রেষ্ঠ পণ্য পৌঁছে দিতে উৎসাহ দেবে।

অটোওয়ার্কারদের চলমান ধর্মঘটের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে চার বিলিয়ন বা ৪০০ কোটি ডলারের ক্ষতি হয়েছে। একই সঙ্গে বড় তিন মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরস, ফোর্ড ও স্টেলান্টিসের উৎপাদনে ক্ষতি হয়েছে এক বিলিয়ন বা ১০০ কোটি ডলারের বেশি।

ইউএডব্লিউয়ের ৮৮ বছরের ইতিহাসে এটিই প্রথম বিক্ষোভ। 

Share.