মাঠে নামার জন্য প্রস্তত জার্মানির করোনাভাইরাস ট্রেসিং অ্যাপ। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এ সপ্তাহে চালু হবে অ্যাপটি।
জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়ান স্পান বলেছেন, “অ্যাপটি এ সপ্তাহে আসছে”। একাধিক জার্মান গণমাধ্যম দাবি করেছে, মঙ্গলবারে, অর্থাৎ আগামীকাল চলে আসবে অ্যাপটি। তবে তা নিশ্চিত করেননি স্পান।
অ্যাপটি স্বল্প-পরিসরে ব্লুটুথ রেডিও তরঙ্গ ব্যবহার করে করেনাভাইরাস আক্রান্তকে শনাক্ত ও তার সংস্পর্শে এসেছেন এমন মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারে। এটি কেন্দ্রীয় ডেটাবেজের উপর নির্ভরশীল নয়। অ্যাপটি তৈরি করেছে ডয়েচ টেলিকম ও সফটওয়্যার প্রতিষ্ঠান এসএপি। ♦
— সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা