জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ইনস্টিটিউট অব বিজনেস স্টাডিজের অধীন ‘জি’ ইউনিটের ও ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি (আইআইটির) ইনস্টিটিউটের ‘এইচ’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপনিবন্ধক কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান জানিয়েছেন, গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
ফল দেখা যাবে juniv.edu ওয়েবসাইটে।
বিশ্ববিদ্যালয় কর্মকর্তা আবু হাসান জানিয়েছেন, ‘জি’ ও ‘এইচ’ ইউনিটের পরীক্ষা শেষে মোট আসনের বিপরীতে ১০ গুণ পরীক্ষার্থীর মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।
‘জি’ ইউনিটে আসন সংখ্যা ৫০। এর মধ্যে ছেলে ও মেয়েদের জন্য ২৫টি করে আসন বরাদ্দ। এই ইউনিটে আবেদনকারীর সংখ্যা ছিলো ৮ হাজার ৮৯৬ জন। প্রতি আসনে লড়েছেন ১৭৭ শিক্ষার্থী।
অন্যদিকে ‘এইচ’ ইউনিটে মোট আসন ৫৬টি। এর মধ্যে ছেলেদের জন্য ২৮টি ও মেয়েদের জন্যও ২৮টি আসন বরাদ্দ।
চলতি বছর ‘এইচ’ ইউনিটে আবেদন করেন ২৩ হাজার ৩১৬ জন। প্রতি আসনে লড়েছেন ৪১৬ শিক্ষার্থী। ♦