জাপানে পুনরায় চালু হতে যাচ্ছে অ্যাপল স্টোর

0

অ্যাপলের অন্যতম প্রধান বাজার জাপান। দেশটিতে পুনরায় চালু হচ্ছে অ্যাপল স্টোর। চলতি সপ্তাহ থেকে দেশটিতে অ্যাপল স্টোর চালু হচ্ছে বলে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে জানানো হয়েছে।

প্রাথমিক অবস্থায় দেশটির দুটি স্টোর ফুকুওয়াকা র নাগোয়া সাকের চালু হতে যাচ্ছে।

এর আগে দেশটিতে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সব প্রতিষ্ঠান বন্ধ করে দিলে অ্যাপলও তাদের স্টোর বন্ধ করে দেয়। এক মাসের লকডাউন শেষে এবার সে স্টোরগুলো খুলছে।

তবে দেশটির আরো যে আটটি স্টোর সেগুলো কবে নাগাদ খুলবে তা কিছু জানায়নি অ্যাপল। টোকিওতে গত বছরের সেপ্টেম্বরে সর্বাধুনিক ও সর্ববৃহৎ অ্যাপল স্টোর চালু হয়।

অ্যাপল এক বিবৃতিতে জানিয়েছে, তারা স্টোরগুলো চালু করলেও তাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী ও সামাজিক দুরত্ব মেনে সেগুলো পরিচালনা করা হবে।

Share.