জাপানে আশঙ্কাজনক হারে বাড়ছে ভালুকের আক্রমণ

0

জাপানে দিন দিন বেড়ে চলছে ভালুকের উৎপাত। দেশটিতে আশঙ্কাজনক হারে মানুষের ওপর ভাল্লুকের আক্রমণও বাড়ছে। জাপানের উত্তরের কয়েকটি জেলার মানুষ ভাল্লুকের যন্ত্রণায় বেশ বিপাকে পড়ছেন।

গত বুধবার জাপানের স্থানীয় দৈনিক আসাহি শিম্বুনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিবেশ মন্ত্রণালয়ের মতে জুলাই পর্যন্ত গত চার মাসে মানুষের ওপর ভালুকের ৫৪টি হামলার ঘটনা ঘটেছে। ২০০৭ অর্থবছর থেকে জাপানে ভালুকের হামলার ঘটনা রেকর্ড করা হয়ে থাকে।

গত ৫ সেপ্টেম্বর দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের কর্মকর্তারা সরকারি সংস্থার সঙ্গে বৈঠকে একটি রিপোর্ট দেন। যেখানে বলা হয়, সবচেয়ে বেশি ১৫টি হামলার ঘটনা ঘটেছে উত্তর-পূর্বাঞ্চলের ইওয়াতে জেলায়। এরপর রয়েছে আকিতা ও ফুকুশিমা জেলার অবস্থান। আকিতায় ৯ বার আর ফুকুশিমায় ৭ বার হামলা চালিয়েছে ভালুক।

ভালুকের ৫৪টি হামলার ঘটনায় ৫৬ ব্যক্তি আহত হন, তাঁদের মধ্যে ১ জন পরে মারা যান।

ভালুকের হামলার ঘটনা বৃদ্ধির কারণ হিসেবে পরিবেশ মন্ত্রণালয় জানায়, ওক গাছের বীজ ও ভালুকের পছন্দের খাবার হিসেবে পরিচিত অন্য কয়েকটি শস্যের ফলন কমে যাওয়া এমন ঘটনা ঘটছে। ফলন কেন কমে যাচ্ছে, সেই কারণের উল্লেখ মন্ত্রণালয় না করলেও জলবায়ু পরিবর্তনের পাশাপাশি নিষেধাজ্ঞার কারণে রাশিয়া থেকে সারের আমদানি বন্ধ হয়ে যাওয়াকে স্থানীয় বিভিন্ন কর্তৃপক্ষ দায়ী করছে।

খাদ্য হিসেবে বিবেচিত শস্যের ফলন কমে যাওয়ায় ক্ষুধার্ত অনেক ভালুক খাবারের সন্ধানে জনবসতির কাছাকাছি জায়গাগুলোয় চলে যাচ্ছে। যাঁরা সবজি নিতে পাহাড়ি এলাকায় যান, তারাই সবচেয়ে বেশি ভালুকের হামলার শিকার হচ্ছেন।

জাপানের উত্তরের জেলা হোক্কাইদোয় সবচেয়ে বেশি ভালুকের হামলার ঘটনা ঘটত। পরবর্তীকালে সেখানকার বাসিন্দারা ভালুক নিধন বাড়িয়ে দেয়। এতে ভালুকের হামলা কমে যায়। আবার নগর ভালুক নামে একধরনের ভালুক খাবারের খোঁজে প্রায়ই শহরে চলে আসে। তবে মানুষ উত্ত্যক্ত না করলে এরা সাধারণত মানুষের ওপর হামলা চালায় না। 

Share.