জনতা ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ১৫ এপ্রিল

0

পর্ষদ সভার সময় ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে।

প্রাপ্ত তথ্যমতে, ১৫ এপ্রিল বেলা ২টায় কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২০২১ সালের ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এতে ২০২০ হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।

জনতা ইন্স্যুরেন্স এর আগে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা আট পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ২২ পয়সা।

জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
কোম্পানিটি ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধন ৪২ কোটি ২৮ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ১২ কোটি ২৬ লাখ টাকা।

ডিএসই’র সর্বশেষ তথ্যমতে, কোম্পানিটির চার কোটি ২২ লাখ ৮৩ হাজার ৮২১ শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের কাছে রয়েছে ৩৮ দশমিক ৬৬ শতাংশ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৯ দশমিক ৩৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৫১ দশমিক ৯৮ শতাংশ শেয়ার।

Share.