ছয় ব্রোকারেজ হাউজকে সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) বার্ষিক বকেয়া হিসাব রক্ষণ ফি পরিশোধে এ বছরের আগষ্ট পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭২৮তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফার্স্ট লিড সিকিউরিটিজ, সিনহা সিকিউরিটিজ, সাদ সিকিউরিটিজ, সিলেট মেট্রো সিটি সিকিউরিটিজ, ডন সিকিউরিটিজ ও শামীম সিকিউরিটিজ সিডিবিএলের বার্ষিক ফি পরিশোধে ব্যর্থ হয়েছে।
হাউজগুলো এ বছরের আগস্টের মধ্যে সিডিবিএলকে ফি পরিশোধ না করলে, ডিপজিটরি প্রবিধানমালা, ২০০৩ এর প্রবিধান ৪৮ ও তফসিল ৪ অনুসারে সেবা বন্ধ করার জন্য সিডিবিএলকে নির্দেশ দান ও পাওনা আদায়ে আইনগত ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ♦