ছত্তিশগড়ে সড়ক দুর্ঘটনা, দুই শিশু নিহত ৭

0

ভারতের ছত্তিশগড় রাজ্যে এক সড়ক দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাস্তার পাশে দাঁডিয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে চলন্ত বাসের। তাতেই বাসের যাত্রীরা দুর্ঘটনার কবলে পড়েন। অনেকে বাসের মধ্যে আটকে ছিলেন বলে অনুমান পুলিশের। তাদের উদ্ধার করতে চেষ্টা চালায় স্থানীয় প্রশাসন। ঘটনায় মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের।

জানা গিয়েছে, রাজ্যের রায়পুর থেকে রেণুকুট যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। গতকাল সোমবার ভোর চারটার দিকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে ওই বাসটির। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রচণ্ড গতিতে বাসটি চলছিল। সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা দেয় বাসটি। ঘটনার সময় সব যাত্রী ঘুমিয়ে ছিলেন বলে অনুমান পুলিশের।

বাসের চালকও ঘুমিয়ে পড়েছিলেন বলে মনে করা হচ্ছে।

দুর্ঘটনার পর স্থানীয় কয়েকজন মানুষ পুলিশকে খবর দেন। তারাই প্রাথমিক উদ্ধারকাজ শুরু করেন। ঘটনাস্থলে দুই নারী ও এক শিশু-সহ ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। হাসপাতালে নিয়ে চিকিৎসা করার সময় এক শিশুর মৃত্যু হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, অন্তত ১২ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতালে রেফার করা হয়েছে কয়েকজনকে।

স্থানীয় এসপি সন্তোষ সিং জানান, তিনজন আহত হয়েছেন। তার মধ্যে একজনের আঘাত গুরুতর নয়। তাকে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে রাখা হয়েছে। কিন্তু বাকি দু’জনের অবস্থা খারাপ হওয়ায় তাদের জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, উলটো দিক থেকে আসা গাড়ির সঙ্গে যাতে ধাক্কা না লাগে, সে চেষ্টা করছিলেন বাসের চালক। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খায় বাসটি। 

Share.