ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইউক্রেনের দল ডায়নামো কিয়েভকে হারিয়ে নক আউট পর্বে যাওয়ার আশা জিইয়ে রাখল বার্সেলোনা।
কোচ বদলের হাওয়ায় টালমাটাল বার্সা। শ্বাস-প্রশ্বাসের সমস্যা নিয়ে হাসপাতালে দলের স্ট্রাইকার আগুয়েরো।
এমন অস্থিরতা নিয়ে অন্তর্বর্তীকালীন কোচ সার্জি বার্জুয়ানের অধীন ইউক্রেনে পাড়ি জমায় বার্সেলোনা।
গ্রুপের সবচেয়ে সহজ প্রতিপক্ষ ডায়নামো কিয়েভকে ১-০ ব্যবধানে হারিয়েছে এই স্প্যানিশ জায়ান্ট। তবে ডায়নামোকে হারানো মোটেও সহজ ছিল না বার্সার জন্য।
এ জয়ে হোম ও অ্যাওয়ের দুই ম্যাচে দলটিকে হারিয়েছে বার্সা।
একমাত্র গোলটি আসে আনসু ফাতির কাছ থেকে।
পুরো ম্যাচে অনেকবার ভুগিয়েছে ইউক্রেনের দল। শুধু গোল ফিনিশিংয়ের অভাবে বার্সার জাল খুঁজে পায়নি তারা।
ব্যক্তিগত সাফল্যে ম্যাচের পার্থক্য করে দেন আনসু ফাতি। ম্যাচের ৭০ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে বুলেট ভলিতে বল জালে জড়িয়ে বার্সাকে লিড এনে দেন তিনি। এ আসরে নিজের প্রথম গোলের দেখা পান ফাতি।
ফাতির একমাত্র গোলে জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এ জয়ে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রয়েছে দলটি।
১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। ♦