চীনের তথ্য আধিপত্যের বিরুদ্ধে সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

0

বিশ্বের তথ্যপ্রবাহ বদলে দেওয়ার জন্য শত শত কোটি ডলার ঢালছে চীন। এর মধ্য দিয়ে ধীরে ধীরে অনেক দেশের অবস্থানকে বেইজিংমুখী করার চেষ্টা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের নতুন মূল্যায়নে এমন তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গ্লোবাল এনগেজমেন্ট সেন্টার গত বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, সমন্বিত কৌশল ব্যবহার করে চীন সরকার এমন একটি বিশ্ব গড়তে চাইছে, যেখানে বেইজিং প্রকাশ্যে বা গোপনে গুরুত্বপূর্ণ তথ্যের প্রবাহকে নিয়ন্ত্রণ করতে পারবে।

এই প্রতিবেদনে বলা হয়েছে, চীনের লক্ষ্য হলো ‘এমন একটি তথ্য পরিবেশ সৃষ্টি করা, যেখানে গণপ্রজাতন্ত্রী চীনের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য গ্রহণযোগ্যতা লাভ করবে এবং প্রভাবশালী হয়ে উঠবে’। 

Share.