চীনের কর্মকর্তাদের ভিসায় বিধিনিষেধ আরোপ যুক্তরাষ্ট্রের

0

হংকংয়ের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কর্মকর্তাদের ভিসায় বিধিনিষেধ আরোপ করছে যুক্তরাষ্ট্র। গতকাল এমনটি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

পম্পেও বলেন, কমিউনিস্ট পার্টির সাবেক ও বর্তমান কর্মকর্তাদের উদ্দেশ্য করে এ বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।

পম্পেও বলেন, চীনের প্রস্তাবিত নিরাপত্তা আইনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে মার্কিন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল চীনের নিরাপত্তা আইন হংকংয়ের স্বায়ত্তশাসনকে হুমকির মুখে ফেলে দেবে। এ আইন ইস্যুতে চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

কর্মকর্তাদের ভিসায় বিধিনিষেধ আরোপের পর চীনের পক্ষ থেকে মার্কিন সিদ্ধান্তকে ভুল বলে আখ্যায়িত করা হয়েছে। পাশাপাশি অবিলম্বে এ বিধিনিষেধ বাতিল করার আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাবিত নিরাপত্তা আইন নিয়ে চীনের পার্লামেন্টে বৈঠকের একদিন আগে ট্রাম্প প্রশাসন এ বিধিনিষেধ আরোপ করলেন। রবিবার চীনের পার্লামেন্টে নতুন নিরাপত্তা আইন নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। নতুন নিরাপত্তা আইন অনুযায়ী, হংকংয়ে চীনা কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানালে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে। এছাড়া হংকংয়ে নিজেদের একটি নিরাপত্তা সংস্থা তৈরির প্রস্তাব নতুন নিরাপত্তা আইনে উল্লেখ করেছে চীন।

Share.