পরপর দুইদিন সূচক নিম্নমুখী থাকার পর আজ সপ্তাহের শেষ দিন উর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে পুঁজিবাজারের লেনদেন শেষ হয়েছে। দিন শেষে ৩৫ পয়েন্ট বেড়ে সূচকের অবস্থান হয় ছয় হাজার ২১২ পয়েন্ট। পাশাপাশি বাড়ে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।
বিনিয়োগকারীদের এ তথ্য দিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টাক এক্সচেঞ্জ (ডিএসই)।
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৯১টির, কমেছে ১৫৫টির ও অপরিবর্তিত ছিল ২৮টির দর।
আজ বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিল বস্ত্র এবং ওষুধ ও রসায়ন খাত। লেনদেনের শুরু থেকে এ দুই খাতের শেয়ারে নজর ছিল তাদের। এর জেরে দিনের শেষে লেনদেনে শীর্ষে আসে এ দুই খাত। গতকাল এ খাত দুটি লেনদেনে সমানহারে অবদান রাখতে সক্ষম হয়। লেনদেনে দুই খাতের অবদান ছিল ১৫ শতাংশ করে।
আজ ডিএসইতে মোট এক হাজার ৪৯১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্য ব্লক মার্কেটে লেনদেন ছিল ৬৮ কোটি টাকা। মার্কেটটিতে ৩০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়।
কোম্পানিগুলোর ৫২ লাখ ১৭ হাজার ১৭টি শেয়ার ৫৫ বার হাতবদল হতে দেখা গেছে।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৮ কোটি ৮৫ লাখ ৬৫ হাজার টাকার লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ কোটি ৭ লাখ ৬৯ হাজার টাকা সোনালী পেপারের। তৃতীয় সর্বোচ্চ ৮ কোটি ৫৮ লাখ ৯৯ হাজার টাকার লেনদেন হয়েছে বিকন ফার্মার। ♦