চাঁদের বুকে হেলে পড়েছে মার্কিন মহাকাশযান

0

অ্যাপোলো মিশনের ৫০ বছর পর চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরণ করলেও যুক্তরাষ্ট্রের রোবট মহাকাশযান অডিসিয়াস হেলে পড়েছে। অডিসিয়াস মুন ল্যান্ডারটি সম্ভবত কোনো পাথরের সঙ্গে কাত হয়ে পড়ে রয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

তবে তারা বলছেন, এখনও এটি সূর্য থেকে শক্তি গ্রহণের পাশাপাশি প্রকৌশল ও বিজ্ঞানের তথ্য পৃথিবীতে পাঠাতে পারছে। যোগাযোগও রয়েছে পৃথিবীর সঙ্গে। এ অবস্থায় নিয়ন্ত্রকরা রোবট থেকে ছবি উদ্ধারের চেষ্টা করছেন।

ব্যক্তিগতভাবে নির্মিত প্রথম কোনো রোবট মহাকাশযান গত বৃহস্পতিবার চাঁদে অবতরণ করে ইতিহাস সৃষ্টি করেছিল। মহাকাশযানের মালিক টেক্সান ফার্ম ইনটুইটিভ মেশিনস জানিয়েছে, অডিসিয়াসের ব্যাপক শক্তি আছে, পৃথিবীর সঙ্গে যোগাযোগও করছে।

প্রতিষ্ঠানটির সিইও এবং সহপ্রতিষ্ঠাতা স্টিভ আলটেমাস বলেন, কী ঘটেছে তা পুরোপুরি এখনও পরিষ্কার নয়। কিন্তু তথ্য বলছে, রোবটটি হয়তো পড়ে গেছে। কারণ অবতরণের মুহূর্তে এটির কিছুটা বেশি গতি ছিল। আরও একটি সম্ভাবনা রয়েছে। সেটি হলো অডিসিয়াস অবতরণের সময় একটি পা হয়তো ভেঙে গেছে। তাই এটি হেলে পড়তে পারে।

বাণিজ্যিক মহাকাশযানের মাধ্যমে পরিচালিত এই চন্দ্রাভিযানে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। ‘ইনটুইটিভ মেশিন’ ও নাসা যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের অ্যাপোলো-১১ চন্দ্রযান প্রথমবারের মতো মানুষ নিয়ে চাঁদে অবতরণ করে। এরপর ১৯৭২ সালে নাসা চাঁদে অ্যাপোলো ১৭ মিশন পরিচালনা করে। 

Share.