চলে গেলেন কিংবদন্তি কমেডিয়ান কার্ল রেইনার

0

লিউডের কিংবদন্তি কমেডি অভিনেতা, লেখক, পরিচালক ও প্রযোজক কার্ল রেইনার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৮ বছর।

কার্ল রেইনারের সহকারী জুডি নাগি মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। জানিয়েছেন, বার্ধক্যজনিত কারণে সোমবার রাতে লস অ্যাঞ্জেলসের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

দি ডিক ভ্যান ডাইক শো ও দ্য ২০০০ ইয়ার্স ওল্ডম্যারসনের নির্মাতা ছিলেন কার্ল রেইনার। অভিনয় করেছেন, দি রাশিয়ানস আর কামিং, দি রাশিয়ানস আর কামিং ও ইট’স অ্যা ম্যাড, ম্যাড, ম্যাড ওয়ার্ল্ডের মতো জনপ্রিয় ছবিতে।

অভিনয় ও পরিচালনার পাশাপাশি তিনি অনেক বইও লিখেছেন।

তিনি এমি অ্যাওয়ার্ডসহ অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন।

Share.