অ্যাপলের পরবর্তী সিরিজ আইফোন ১২ এর ফোনগুলো নির্ধারিত সময়ে নাও আসতে পারে। এর আগে জানা গিয়েছিল, চলতি বছরে অ্যাপল তাদের আইফোন নাও আনতে পারে।
এবার নতুন আরেক খবরে জানা যাচ্ছে, চলতি বছরে আসবে আইফোন ১২ সিরিজ।
কোয়েন ইনভেস্টমেন্ট ব্যাংকের ওই প্রতিবেদন বলছে, আইফোন ১২ সিরিজ করোনাভাইরাসের কারণে নির্দিষ্ট সময়ে আসছে না। এটি পিছিয়ে যাবে অন্তত দুই মাস। অর্থাৎ অ্যাপল যে ইভেন্ট সেপ্টেম্বরে করে সেটি হয়তো পিছিয়ে গিয়ে নভেম্বরে ঠেকবে।
করোনাভাইরাসের কারণে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। এতে স্বাভাবিক গতিতে ফোন উৎপাদন করা সম্ভব হচ্ছে না। অ্যাপলের কর্মীরাও বাসা থেকে কাজ করছেন। এজন্য অনেক পরিকল্পনা বাস্তবায়নে তাদের বেগ পেতে হচ্ছে। এছাড়া প্রথমবারের মতো আইফোনে ফাইভজি সুবিধা যুক্ত করতে যাচ্ছে অ্যাপল। এসব মিলিয়ে তাদেরকে ধীর গতিতে আগাতে হচ্ছে।
নতুন সিরিজটিতে চারটি মডেলের আইফোন থাকবে বলে জানা গেছে। তিনটি ভিন্ন স্ক্রিন আকার নিয়ে এবারের আইফোন আসবে।
নতুন আইফোন হতে পারে ৫.৪ ইঞ্চি, ৬.৭ ওে ৬.১ ইঞ্চি আকারের। এতে অ্যাপলের এ১৪ চিপসেট থাকবে।
৫.৪ ইঞ্চি ও ৬.১ ইঞ্চি মাপের মডেল দুটিতে ৪জিবি র্যাম থাকবে। ৬.৭ ইঞ্চি মডেলের আইফোনটিতে থাকবে ৬জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ।
তবে কেউ-ই নিশ্চিত নন, কবে আসবে আইফোন। অনেকে বলছেন, এভাবে চলতে থাকলে চলতি বছরে নাও আসতে পারে। ♦