চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: সাফল্য ও গৌরবে অর্ধ শতাব্দী পেরিয়ে

0

বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।আয়তনে ২১শ একরের ক্যাম্পাস এ বিশ্ববিদ্যালয়।

সাফল্যের এক দীর্ঘ যাত্রায় এ জ্ঞান মাতৃকা পেছনে ফেলে এসেছে ৫৪টি বছর, পাহাড়ঘেরা ক্যাম্পাসটি আজ পা রেখেছে ৫৫ বছরে।। দেশের শিক্ষাব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে প্রতিষ্ঠানটি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে। বোটানিক্যাল গার্ডেন, ঝুলন্ত ব্রিজ, ফরেস্ট্রি, চালন্দা গিরিপথ, সুইচ গেট ও ঝর্ণাসহ পুরো ক্যাম্পাস পাঠ্যসূচির সহচর বিনোদনকেন্দ্র।

শহর থেকে ক্যাম্পাসের দূরত্ব প্রায় ২২ কিলোমিটারের। তাই শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ১৯৮০ সালে এখানে চালু হয় শাটল ট্রেন। এটি বিশ্বের একমাত্র শাটল ট্রেনের বিশ্ববিদ্যালয়।

‘জয়বাংলা ভাস্কর্য’ চবির সৌন্দর্য আর ঐতিহ্যে যোগ করেছে নতুন মাত্রা। দেরিতে হলেও দেশের স্বাধিকার আন্দোলনের স্মৃতিকে নির্দেশ করে স্বগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে ‘জয় বাংলা’ ভাস্কর্য। পাশাপাশি ক্যাম্পাস আঙিনায় হাইটেক পার্ক নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে ইতোমধ্যে।

১৯৬৬ সালের ১৮ নভেম্বর প্রতিষ্ঠা লাভের পর উপাচার্য ড. আজিজুর রহমান মল্লিকের হাত ধরে শুরু হয় এর পথচলা। বর্তমান উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। শুরু ও বর্তমানে মাঝে এখানে অভিভাবকত্ব করেছেন ১৮ জন খ্যাতিমান ব্যক্তি।

৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, ‘সময়ের সাথে তাল মিলিয়ে ৫৪ বছর পার করেছে বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করে গড়ে তুলতে আমি আমার সাধ্যমত চেষ্টা করে যাবো। আমার সুদক্ষ সহকর্মীদের সাথে নিয়ে পথ চলতে চাই। বিশ্ববিদ্যালয়ের যে গুরু দায়িত্ব রাষ্ট্রপতি আমার কাঁধে দিয়েছেন, তা সৎ ও নিষ্ঠার সাথে পালন করবো। আর এ পথচলায় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে একটি পরিবারের মত এগিয়ে যেতে চাই।’

২০২০ সালে প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের দিনলিপি অনুযায়ী, বর্তমানে ২৭ হাজার ৮৩৯ শিক্ষার্থী অধ্যয়নরত এখানে। চারটি বিভাগ নিয়ে শুরু করা চবিতে বর্তমান বিভাগ ৪৮টি। নয়টি অনুষদ আর ছয়টি ইনস্টিটিউটে চলছে বর্তমান প্রাতিষ্ঠানিক কার্যক্রম। পাশাপাশি শিক্ষার্থীদের আবাসন সুবিধা দিচ্ছে ১২টি হল। 

(উইকিপিডিয়ার সাহায্য নিয়ে লেখা)

Share.