চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মিনিস্টারের অনলাইন ইউপিএস

0

ট্টগ্রাম জেনারেল হাসপাতালে চারটি অনলাইন ইউপিএস অনুদান দিয়েছে মিনিস্টার গ্রুপ। এ ধরণের ইউপিএস হাই-স্পীড অক্সিজেন কনসেন্ট্রেটরে ব্যবহার করা হয়, যা বিদ্যুৎ না থাকলেও ব্যাকআপ দেয়।

করোনাকালে এটা রোগীদের চিকিৎসায় অন্যতম সহায়ক হিসেবে কাজ করবে।

হাসপাতালের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বির কাছে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির পক্ষ থেকে মিনিস্টার গ্রুপ এ উপহার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব, অর্থোপেডিক ডা. অজয় দেব ও মিনিস্টার গ্রুপের চট্টগ্রামের চকবাজার শো-রুম ইনচার্জ মো: শাহাব উদ্দিন ও মার্কেটিং অফিসার মো: আজিজ।

মিনিস্টার-মাইওয়ান গ্রুপ
“আমার পণ্য আমার দেশ, গড়ব বাংলাদেশ”- এই স্লোগান ধারণ করে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে দেশীয় ইলেক্ট্রনিকস জগতের জনপ্রিয় ব্র্যান্ড মিনিস্টার।

জীবনধারণে প্রয়োজনীয় প্রায় সব ধরণের পণ্যের বিশাল সম্ভার রয়েছে এখানে। ইলেকট্রনিকস পণ্যের পাশাপাশি হ্যান্ডওয়াস, গ্লাস ক্লিনার, ফ্লোর ক্লিনার, হ্যান্ড স্যানিটাইজার, ভেজিওয়াস, ডিটারজেন্ট পাউডার, লন্ড্রি সোপ, লিকুইড ডিটারজেন্ট, ফেব্রিক ব্রাইটেনার (ব্লু), ডিশ ওয়াস লিকুইড, ডিশ ওয়াস বার, বডি ওয়াস, বডি লোশন, পেট্রোলিয়াম জেলি, টয়লেট ক্লিনার, টয়লেট ক্লিন পাউডার ইত্যাদি পণ্য রয়েছে।

সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের সব শ্রেণির মানুষের কল্যাণে কাজ করে গ্রুপটি। সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় বছরজুড়ে সেবাকার্যক্রম পরিচালনা করে তারা। স্বাস্থ্যসেবাখাতের উন্নয়নে বিশেষ বরাদ্দ দিয়ে থাকে মিনিস্টার গ্রুপ।

Share.