গ্ল্যাক্সোস্মিথক্লাইনের প্রথম প্রান্তিকে ইপিএস বেড়েছে

0
পুঁজিবাজারে ওষুধ ও রাসায়ন খাতের তালিকাভুক্ত কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২০) শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে।

কোম্পানিটির প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত প্রতিবেদন অনুসারে, আলোচিত প্রান্তিকে গ্ল্যাক্সো স্মিথক্লাইন শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪.৯৭ টাকা। আগের প্রান্তিকে ইপিএস হয়েছিল ১১.০৬ টাকা। আর কন্টিনিউয়িং অপারেশন হিসেবে ইপিএস হয়েছে ১৫.৪৫ টাকা। আগের বছর ছিল ১৫.৭৭ টাকা।

প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি নিট নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ৭১ পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল ২৮.২৯ টাকা। করোনার প্রভাবে নিট নগদ অর্থের প্রবাহ কমেছে বলে দাবি করেছে কোম্পানিটি।

৩১ মার্চ, ২০২০ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪৭.১২ টাকা। গত বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ১১৫.১৬ টাকা।

Share.