গুগল ক্রোমের ২০০ কোটি ব্যবহারকারীর জন্য সতর্কতা

0

আইটি ডেস্ক: গুগল ক্রোমের ২০০ কোটি ব্যবহারকারীর জন্য নতুন একটি আপডেট এনেছে। কিন্তু নিরাপত্তা নিয়ে, ডেটা সুরক্ষার উদ্বেগ নিয়ে ওঠা কোনো বিতর্কের সমাধান করতে পারেনি এ আপডেট।

আর এখন গুগলের সমস্যাটি আরও জটিল হয়ে পড়েছে। এ বিষয়ে একটি সতর্কতাও দিয়েছে, যা সবার জানা উচিত।

নিরাপত্তা বিশেষজ্ঞ শোপোস প্রথমে সমস্যাটির দেখা পান। এরপর গুগল খুব নিরবেই ক্রোমের এ ত্রুটি সম্পর্কে সতর্ক করে। এ ত্রুটি উইন্ডোজ, ম্যাক ও লিনাক্সের ব্যবহারকারীরা এই সমস্যায় পড়েছে। তবে গুগল নতুন আপডেট এনেছে এ প্লাটফর্মগুলোর জন্য 81.0.4044.113 সংস্করণটি।

মজার বিষয় হলো, গুগল এ আপডেটের বিষয়ে বিস্তারিত কিছু বলেনি।

এক ব্লগ পোস্টে গুগলের নতুন সংস্করণটির একটি কোডনেম প্রকাশ করেছে। তার নাম (CVE-2020-6457)।

তবে কারা এ ত্রুটির কবলে পড়েছেন তা সহজে দেখা যাবে। উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স ব্যবহারকারীরা ক্রোমের 81.0.4044.113 আপডেটটি পাচ্ছেন।

ক্রোমের সংস্করণটি দেখতে ব্রাউজার ওপেন করে উপরে ডানদিকে তিনটি ডট চিহ্ন আছে, এখানে ক্লিক করতে হবে। এখান থেকে Help > About এ গিয়ে বিস্তারিত জানতে পারবেন।

যদি না পেয়ে থাকেন তাহলে আপনার ব্রাউজারটির আপডেট করে নিন।

Share.