পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের প্রতিষ্ঠান রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেড গালফুড ফেয়ারে অংশগ্রহণের মাধ্যমে রপ্তানি আদেশ পেয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটি গত ২১ থেকে ২৫ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ‘গালফুড ফেয়ার-২০২১’ এ অংশ নেয়। কোম্পানিটি মেলায় ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া পায়।
রংপুর ডেইরি পণ্য রপ্তানির মাধ্যমে বৈদিশেক মুদ্রা অর্জন ও রপ্তানির পরিমাণ বাড়ানোর চেষ্টা করছে।
কোম্পানিটি ইতোমধ্যে আফ্রিকান দেশগুলোয় পরীক্ষামূলকভাবে রপ্তানি শুরু করেছে। আর রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেড গালফুড ফেয়ারে অংশ নেয়ার মাধ্যমে বুরকিনা ফাসো, সংযুক্ত আরব আমিরাত, ঘানা, মালি, রিপাবলিক অব মালদোভা, ইয়েমেনসহ বিশ্বের অন্য অনেক দেশ থেকে প্রায় ১ দশমিক ১ মিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি আদেশ পেয়েছে।
এর ফলে আগামী দিনগুলোয় রপ্তানি প্রক্রিয়া কোম্পানির আয়ের ওপর বড় প্রভাব ফেলবে। যেমন কোম্পানির টার্নওভার বা আয় বাড়বে ৯ কোটি ১৩ লাখ টাকা, মুনাফা বাড়বে এক কোটি ৬৯ লাখ ৮১ হাজার ৮০০ টাকার ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) বাড়বে ১০ পয়সা।
৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে দুই শতাংশ নগদ ও দুই শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা ৫০ পয়সা।
খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিটি ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘বি’ ক্যাটাগরিতে অবস্থান করছে। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৭৩ কোটি ৭৬ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ১৮ কোটি টাকা। কোম্পানিটির মোট সাত কোটি ৩৭ লাখ ৬১ হাজার ১২৪টি শেয়ার রয়েছে।
ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৩১ দশমিক ১৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক ১৯ দশমিক ১৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৪৯ দশমিক ৭০ শতাংশ শেয়ার। ♦