‘গন উইথ দ্য উইন্ড’ সিনেমার প্যারিসের শো বাতিল

0

য়েকদিন আগে বিতর্কের মুখে যুক্তরাষ্ট্রের স্ট্রিমিং প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্স থেকে সরিয়ে নেওয়া হয়েছে ‘গন উইথ দ্য উইন্ড’। শ্রেণি-বৈষম্য ও বর্ণবাদ দেখানোর অভিযোগ উঠায় সরিয়ে ফেলা হয় এ সিনেমা। ছবিটি ২৩ জুন প্যারিসের রেক্স থিয়েটারেও দেখানোর কথা ছিল। এইবিওর পর এবার সিনেমার শোটিও বাতিল করেছে ওয়ার্নার ব্রাদার্স।

মার্গারেট মিশেলের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘গন উইথ দ্য উইন্ড’ ছবিতে দাসপ্রথা উচ্ছেদের পরও মালিকের প্রতি দাসের বিশ্বস্ত আনুগত্য দেখানো হয়েছে। যুক্তরাস্ট্রের দক্ষিণভাগের এক প্ল্যান্টেশন মালিকের মেয়ে স্কারলেট ওহারার গল্প।

১৮৬১-৬৫ সালের গৃহযুদ্ধের পটভূমিতে তৈরি এ ছবিতে স্কারলেট ও রেট বাটলারের রোমান্স দেখানো হয়েছে। সিনেমায় ইতিহাসের অংশ হিসেবে দেখানো হয়েছে দাসপ্রথা। কৃষ্ণাঙ্গ মানুষের জীবনে সবচেয়ে বেদনাদায়ক ইতিহাসকে সিনেমায় দেখানো হয়েছে, এটা মেনে নিতে পারেননি অনেকে। আগে থেকেই সিনেমাটি নিয়ে সমালোচনা আর বিতর্ক ছিল।

‘ব্ল্যাক লাইভস মেটার’ আন্দোলনে সিনেমাটি নতুন করে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে।

তিনমাস বন্ধ থাকার পর খুলছে ফ্রান্সের থিয়েটারগুলো। আর বিশেষ এ মুহূর্ত উদযাপন করার জন্য ‘গন উইথ দ্য উইন্ড’ সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা করা হয়েছিলো। কিন্তু বিতর্ক সৃষ্টি হওয়ায় সিনেমার শো বাতিল করা হলো। বাতিল হওয়ার ঘোষণাটি রেক্স থিয়েটারের অফিশিয়াল টুইটারে পেজে শেয়ার করা হয়েছে।

১৯৩৯ সালে মুক্তিপ্রাপ্ত এ ছবি দ্বাদশ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে ৯টি পুরস্কার পায়, যার মধ্যে ছিল সেরা ছবির খেতাবও।

— সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share.