খেলা স্থগিত রাখার মেয়াদ বাড়িয়েছে এএফসি

0

খেলা ডেস্ক: মার্চ ও এপ্রিলের সব আঞ্চলিক ম্যাচ স্থগিত করেছিল এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। করোনা পরিস্থিতি মহামারি ধারণ করায় স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়ালো সংস্থাটি। মে ও জুনের সব খেলা স্থগিত করা হয়েছে একই কারণে।

এএফসি জানিয়েছে, বিভিন্ন দেশে প্রতিরোধমূলক ব্যবস্থা ও সফরের ওপর বিধিনিষেধ থাকায় পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত মে ও জুনের সব ম্যাচই স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এএফসি আরও জানিয়েছে, সবার সুরক্ষা নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত। আর এএফসি চ্যাম্পিয়নস লিগ ও এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো সম্পন্ন করতে করোনা পরিস্থিতি যাচাই করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তাই তারা বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের মধ্য রেখেছেন।

এই এএফসি কাপে খেলছে বাংলাদেশের বসুন্ধরা কিংস। প্রথম পর্বের খেলা শুরু হয়েছিল ১১ মার্চ। প্রথম ম্যাচে মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে বসুন্ধরা। ১৪ এপ্রিল শুরুর কথা ছিল দ্বিতীয় পর্ব।

Share.