খবরের সূত্রে টুইটারকে ‘টপকে যাবে’ ইনস্টাগ্রাম!

0

দীর্ঘদিন ধরে ফেসবুক ও টুইটারে খবর ছড়াতো বেশি। ধীরে ধীরে এ দুই প্রযুক্তি প্রতিষ্ঠানের পাশাপাশি শামিল হচ্ছে অন্য সামাজিকমাধ্যম প্ল্যাটফর্মগুলোও। জানা গেছে শিগগির সংবাদ সূত্র হিসেবে টুইটারকে পিছে ফেলবে ফেসবুকের মালিকানাধীন ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম।

সংবাদ সূত্র হিসেবে ইনস্টাগ্রামের ব্যবহার ২০১৮ সালের তুলনায় দ্বিগুণ হয়েছে। তরুণরা খবরাখবর পেতে এখন ইনস্টাগ্রামের দ্বারস্থ হচ্ছেন। যুক্তরাজ্যে ১৮ থেকে ২৪ বছর বয়সীদের প্রায় এক চতুর্থাংশ ইনস্টাগ্রাম থেকে করোনাভাইরাস সম্পর্কিত সংবাদ সংগ্রহ করেছেন।

তবে সব সামাজিক মাধ্যম মিলিয়ে বলা যায়, এখনও খবরের সূত্র হিসেবে নির্ভরযোগ্য হয়ে উঠতে পারেনি কোনোটি।

মাত্র ২৬ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা ভাইরাস সম্পর্কিত তথ্যের সূত্র হিসেবে সামাজিক মাধ্যমের উপর আস্থা রাখতে পারছেন। প্রায় একই সংখ্যক জানাচ্ছেন, ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে শেয়ার হওয়া সংবাদের উপর ভরসা রাখতে পারছেন তারা।

এদিক থেকে এখনও এগিয়ে রয়েছে সরকারি সংবাদমাধ্যম এবং সংবাদ সংস্থাগুলো। খবরের ব্যাপারে প্রায় ৫৯ শতাংশ আস্থা রাখতে পারছেন সরকারি সংবাদমাধ্যম ও সংবাদ সংস্থাগুলোর উপর।

—সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share.