স্বাস্থ্যের পাশাপাশি অ্যাপের মাধ্যমে ক্রিকেটারদের মানসিক অবস্থাও যাচাই করবে বিসিবি। অ্যাপটির মাধ্যমে ক্রিকেটারদের অবস্থানও বোঝা যাবে।
করোনাভাইরাসে দিশেহারা অবস্থা পুরো দেশের। কিছুতেই করোনার বিস্তার রোধ করা যাচ্ছে না। বাংলাদেশের ক্রিকেটেও ছোবল বসিয়েছে ভাইরাসটি। ইতোমধ্যে তিন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি ভাবিয়ে তুলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।
ক্রিকেটারদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েও নিশ্চিত থাকতে পারছে না দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এ কারণে ক্রিকেটারদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে করোনার অ্যাপ এনেছে বিসিবি।
‘কোভিড-১৯ ওয়েল বিয়িং অ্যাপ’- এর মাধ্যমে খোঁজখবর নেওয়ার পাশাপাশি ক্রিকেটারদের প্রয়োজনীয় নির্দেশনা দেবে বিসিবি।
শুরুতে অ্যাপটি ফোনে ডাউনলোড করতে হবে। অ্যাপটিতে ১৮ প্রশ্ন দেওয়া থাকবে। যেগুলো পূরণ করে ক্রিকেটাররা অ্যাপে জমা দেবেন। জমা দিলে সেটা বিসিবির সার্ভারে জমা হবে। সেখান থেকে ক্রিকেটারদের তথ্য দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিসিবির মেডিকেল টিম।
ইতোমধ্যে অ্যাপটি ক্রিকেটারদের বুঝিয়ে দেওয়া হয়েছে। তারা প্রতিদিন অ্যাপে ঢুকে নিজেদের শারীরিক অবস্থা বিসিবিকে জানাবে। অ্যাপের মাধ্যমে আপাতত জাতীয় পুলের ৪০ ক্রিকেটাদের খোঁজখবর রাখবে বিসিবি। ♦