ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকার করোনায় আক্রান্ত

0

ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকার কভিড-১৯ এ আক্রান্ত। এক টুইটা বার্তায় বিষয়টি জানান তিনি। তাঁর শরীরে মৃদু উপসর্গ আছে।

৪৭ বছর বয়সী শচীন জানান, করোনা পরীক্ষায় তার বাসার বাকি সবার নেগেটিভ ফল এসেছে। বর্তমানে তিনি বাসাতে আইসোলেশনে রয়েছেন।

‘লিটল মাস্টার’ টুইটারে লিখেছেন, ‘হালকা উপসর্গ দেখা যাওয়ার পর করোনা পরীক্ষায় আমার পজেটিভ ফল এসেছে। আমি নিজেকে বাসায় কোয়ারেন্টিনে রেখেছি ও ডাক্তারের বেঁধে দেয়া সব প্রটোকল মেনে চলছি’।

তবে স্ত্রী-সন্তানসহ অন্যদের নিয়ে এই মুহূর্তে দুশ্চিন্তা করতে হচ্ছে না দুই দশকের বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেট রাঙিয়ে ২০১৩ সালে অবসরে যাওয়া টেন্ডুলকারকে, ‘ঘরের অন্য সবাই টেস্টে নেগেটিভ হয়েছে।’

করোনাকালে টেন্ডুলকারের ব্যস্ততার কমতি ছিল না। কদিন আগে ভারতের রায়পুরে হয়ে যাওয়া রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ বা লিজেন্ডস ক্রিকেটে খেলেছেন তিনি। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড—এই ছয় দেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত টুর্নামেন্টে ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জেতা ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছেন টেন্ডুলকারই। তখন প্রতিদিন করোনার টেস্ট করাতে হয়েছে তাঁদের। এতে সবসময় তার ফল নেগেটিভ এসেছে।

শচীন ধন্যবাদ জানান তাকে সাহায্য করা সব স্বাস্থ্যকর্মীকে। তিনি লেখেন, ‘আমার খেয়াল রাখা সব স্বাস্থ্যকর্মীকে আমি ধন্যবাদ জানাতে চাই ও সঙ্গে দেশজুড়ে থাকা সব স্বাস্থ্যকর্মীকে। আপনারা সবাই নিজেদের খেয়াল রাখুন।’

করোনা ঠেকাতে টেন্ডুলকারের চেষ্টার কমতি ছিল না। কিন্তু এ যে অদৃশ্য এক শত্রুর বিপক্ষে লড়াই, কখন এক মুহূর্তের অসাবধানতায় ভাইরাসটা শরীরে ঢুকে যায়, তা তো আর বলা যায় না! তার ক্ষেত্রেও তেমনটাই হলো।

শচীনের দ্রুত সুস্থতা কামনা করে টুইট করেছেন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ, ইউজভেন্দ্র চাহাল, ইরফান পাঠান, অভিনেতা অভিষেক বচ্চনসহ আরও অনেকে।

ভারতের হয়ে ২০১৪ সালে অবসর নেন শচীন। এর আগে সব মিলিয়ে দেশটির হয়ে ৬৬৪ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। সব মিলিয়ে শচীন করেন ৩৪ হাজারের বেশি রান।

টেন্ডুলকার ভারতের যে রাজ্যের সন্তান, সেই মহারাষ্ট্রে গতকাল এক দিনে ৩৬ হাজার মানুষ কভিড-১৯ পজিটিভ হয়েছেন।

Share.