ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. কেএম রবিউল করিম। তার অকাল মৃত্যুতে পুরো বিভাগজুড়ে চলছে শোকের মাতম।
গতকাল সকাল সাড়ে ৯টায় ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ৫১ বছর বয়সি রাবির এ শিক্ষক।
অধ্যাপক রবিউল করিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সমাজকর্ম বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক কবির উদ্দিন হায়দার বলেন, ড. করিম ২০১৯ সাল থেকে বিরল ধরনের ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি সর্বশেষ ভারতের টাটা মেডিকেল সেন্টারে গত ১৫ সেপ্টেম্বর ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
তিনি বলেন, ‘অধ্যাপক রবিউল করিম ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও গবেষক। তিনি মানুষ হিসেবে অত্যন্ত সজ্জন ও বন্ধুবৎসল ছিলেন। সমাজকর্ম পেশার প্রসারে তার অপরিসীম অবদান রয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের একজন মেধাবী শিক্ষককে হারাতে হলো। দেশ একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও বিশ্বমানের গবেষককে হারাল, যার স্থান সহজে পূরণ হবার নয়। সমাজকর্ম শিক্ষা ও গবেষণায় অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।’
প্রয়াত অধ্যাপকের মৃত্যুতে তার সহকর্মী অধ্যাপক গোলাম কিবরিয়া ফেরদৌস বলেন, আমরা ভালো মনের ও উঁচুমানের এক প্রগতিশীল শিক্ষককে হারালাম। সেই সঙ্গে সমাজকর্ম পরিবারের এক উজ্জ্বল নক্ষত্রের এমন অকাল প্রস্থান নিঃসন্দেহে সমাজকর্মী ও সমাজকর্ম পেশার জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।
ড. করিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ থেকে ১৯৯১ সালে স্নাতক (অনার্স) ও ১৯৯২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উভয় পরীক্ষায় তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। ১৯৯৭ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৯৮ সালে নিজ বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। সর্বশেষ ২০১৩ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। ♦