পুঁজিবাজারের ওষুধ ও রসায়ন খাতের তালিকাভুক্ত কোম্পানি কোহিনূর কেমিক্যালসের (জানুয়ারি-মার্চ ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে।
গতকাল কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
আলোচ্য হিসাব বছরের প্রথম তিন প্রান্তিক তথা নয় মাসে (জুলাই ২০১৯-মার্চ ২০২০) কোহিনূর কেমিক্যালের ইপিএস হয়েছে ৫৯ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৯৯ পয়সা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১২ টাকা ২১ পয়সা, যা গত বছরের একই সময়ে ১২ টাকা ৮ পয়সা ছিল।
৩১ মার্চ ২০২০ কোহিনূর কেমিক্যালের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৬ টাকা ৮৫ পয়সা। ♦