অভিবাসীদের প্রতি আরও মানবিক হতে আহবান

0

কেভিড-১৯ মহামারির এ সময়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত অভিবাসীদের চ্যালেঞ্জ মোকাবেলায় “বৈশ্বিক সংহতি ও সহযোগিতা” ও “সুদৃঢ় রাজনৈতিক সদিচ্ছা” প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এ আহবান জানান।

কোভিড-১৯ এর প্রাক্কালে অভিবাসন: অভিবাসীদের স্বাস্থ্য ও রেমিট্যান্স শীর্ষক এক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল আলাচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। অভিবাসন সংক্রান্ত সমমনা দেশসমূহ এর আয়োজন করে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ খবর জানানো হয়।

কোভিড-১৯ এর প্রভাবজনিত ভয়াবহতার শিকার হওয়ার পাশাপািশ অভিবাসীরা বিশ্বের অনেক জায়গায় অধিকার, জরুরি স্বাস্থ্য পরিসেবা এমনিক চাকরির সুযোগ পাচ্ছেন না।

বাংলােদেশর স্থায়ী প্রতিনিধি বলেন, “অভিবাসী গ্রহণকারী দেশগুলোর উন্নয়েন অবদান রাখা প্রথম সারির কর্মী, এমনকি এই করোনাকালেও একথা সত্য। ফলে সব দেশ কোভিড-১৯ মোকাবেলায় ও উত্তরণে নেয়া পরিকল্পনা ও প্যাকেজসমূহে অবশ্যই অভিবাসীেদরেকও অন্তর্ভুক্ত রাখতে হবে।

Share.