ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ বলেছেন, উন্নয়নশীল দেশে কোভিড-১৯ টিকা প্রশ্নে প্রশাসনিক ডেটা দেখানোর পরিকল্পনা করছে তাদের প্ল্যাটফর্ম। তবে গ্রাহককে কীভাবে এই তথ্য জানানো হবে, সে বিষয়ে বিস্তারিত বলেননি জাকারবার্গ৷ খবর সিএনবিসির।
করোনাকালে এ পদক্ষেপে সহায়তা করতে ইতিমধ্যে বাইডেন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে ফেসবুক কর্তৃপক্ষ৷
যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসির সঙ্গে এক লাইভ স্ট্রিমিংয়ে জাকারবার্গ বলেন, কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যা আমরা একত্রে করতে পারি৷ এর মধ্যে আমরা টিকার বিষয়ে প্রশাসনিক তথ্য শেয়ারের পরিকল্পনা করছি৷
মার্চে কোভিড-১৯ তথ্য কেন্দ্র চালু করেছে প্রতিষ্ঠানটি৷ স্বাস্থ্য পরামর্শ বিষয়ক ফেসবুক গ্রুপকে সীমিত করতে সেপ্টেম্বরে নতুন নীতিমালার ব্যাপারেও ঘোষণা দিয়েছে এ সামাজিক যোগাযোগমাধ্যম।
টিকাদানে নিরুৎসাহিত করছে, এমন বিজ্ঞাপন নিষিদ্ধ করার লক্ষে পদক্ষেপ নিয়েছে ফেসবুক৷ ♦