মহামারী কোভিডে বিশ্বে কমেছে শনাক্ত ও মৃত্যু

0

হামারি কোভিড-১৯-এ বিশ্বে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও সংক্রমণ দুই কমেছে। এ সময় ৪১০ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন এক লাখ ৭১ হাজার ১৪৬ জন। তাদের নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে ৬৫ লাখ ৯৩ হাজার ৬৬৭ জনে দাঁড়িয়েছে। শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ৫৪ লাখ ৩০ হাজার ২৮৫ জনে।

আজ সোমবার সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে তাইওয়ানে। দেশটিতে করোনায় একদিনে মারা গেছেন ৭৬ জন এবং সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ৫৪৭ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৭৬ লাখ ৯০ হাজার ১১০ জন এবং মারা গেছেন ১২ হাজার ৭৭২ জন।

দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে জাপান। গত ২৪ ঘণ্টায় জাপানে করোনায় সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ৬১১ জন এবং মারা গেছেন ৪২ জন। মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ২২ লাখ ৭৩ হাজার ২৫১ জন শনাক্ত এবং মারা গেছেন ৪৬ হাজার ৬৩৬ জন। প্রাণহানির এ তালিকায় এরপর রয়েছে রাশিয়া, জাপান, মেক্সিকো, ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়া।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৪ হাজার ২৪৯ জন এবং মারা গেছেন ৫ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৯৩ লাখ ৪৫ হাজার ৬৯৬ জন সংক্রমিত এবং ১০ লাখ ৯৫ হাজার ২০৪ জন মারা গেছেন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৫ জন এবং সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৮০৩ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ১৪ লাখ ২৩ হাজার ৭২৫ জন এবং মারা গেছেন ৩ লাখ ৯০ হাজার ১০৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। 

Share.