কোটি কোটি টাকার ঈদ অফার: মিনিস্টারের র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

0

ঈদ-উল-আযহা উপলক্ষে দেশীয় ইলেক্ট্রনিকস জগতের জনপ্রিয় ব্র্যান্ড মিনিস্টার এনেছিল “মানুষের জন্য মিনিস্টার পণ্য”। এখানে গ্রাহকরা ‘প্রায় অর্ধেক দামে’ পেয়েছেন মিনিস্টারের সব পণ্য। মিনিস্টার সব সময় গ্রাহকদের জন্য নতুন চমকপ্রদ অফার নিয়ে হাজির হয়। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও তারা কোরবানির ঈদ উপলক্ষে দেশের মানুষের জন্য কোটি টাকার ঈদ অফার আনে, যা শুরু হয় ১লা জুলাই ২০২০।

এ করোনাকালে মিনিস্টার তাদের পণ্যের দাম আগের তুলনায় প্রায় অর্ধেক করেছে। এ ছাড়া এ অফারের আওতায় গ্রাহকরা যাতে তাদের সাধ ও সাধ্যের মেল বন্ধন ঘটাতে পারেন সেজন্য ঈদে আকর্ষণীয় নানা পুরষ্কার জেতার অফার দিয়েছিল মিনিস্টার। এ অফার রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার ও স্মার্ট/এলইডি টিভির ক্ষেত্রে প্রযোজ্য ছিল। মিনিস্টাররের শো রুম থেকে এসব পণ্য কিনে ক্রেতারা প্রতি পণ্যের সঙ্গে পেয়েছেন ১টি কুপন।

শো-রুমে সংরক্ষিত কুপন নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে প্রথম পর্বের র‍্যাফেল ড্র। প্রথম পর্বে ঢাকার বিজয় সরণি, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চুয়াডাঙ্গাসহ দেশের ৮টি বিভাগীয় শহর ও ১১টি স্থানে মিনিস্টারের শো-রুমে একযোগে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মিনিস্টার হাই-টেক পার্কের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা।

কুপনের পুরষ্কার হিসেবে দেওয়া হচ্ছে মিনিস্টারের রেফ্রিজারেটর, এলইডি টিভি, স্মার্ট টিভি, গ্যাস বার্ণারসহ দেশব্যাপী ২০০০টির বেশী আকর্ষণীয় পুরস্কার।

মিনিস্টার হাই-টেক পার্কের হেড অব ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন কে এম জি কিবরিয়া বলেন, “আমরা সব সময়ই চেয়েছি আমাদের দেশের মানুষের কথা মাথায় রেখে তাদের চাহিদা অনুযায়ী কাজ করতে। সেই লক্ষের সুত্র ধরেই দেশের এই দুর্যোগকালীন মুহূর্তে আমরা এবারের এই ঈদ অফারটি বাজারে এনেছিলাম। এই কোটি টাকার অফারে ক্রেতারা রেফ্রিজারেটর, এসি ও স্মার্ট/এলইডি টিভি কিনলে প্রতিটি পণ্যের জন্য ১টি করে কুপন পেয়েছিলেন। কুপনটির ২টি অংশের ১টি অংশ ক্রেতা নির্ধা্রিত তথ্য পূরণ করে নিজের কাছে সংরক্ষণ করেছেন ও অপর অংশ শো-রুম সংরক্ষিত ছিল। আর সংরক্ষিত এই কুপনসমূহের র‍্যাফেল ড্র দু’টি পর্বে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এরই ধারাবাহিকতায় সম্প্রতি অনুষ্ঠিত হল প্রথম পর্বের র‍্যাফেল ড্র। দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর’২০২০। প্রথম পর্বে যারা পুরষ্কৃত হয়েছেন তাদের মধ্যে যারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের হাতে আমরা পুরস্কার তুলে দিয়েছি। বাকিদেরকে জানানো হয়েছে, আরেকটা সুবিধাজনক দিনে তাদের হাতে পুরস্কারগুলো আমরা তুলে দেব। সব সময়ই আমরা চেষ্টা করি আমাদের গ্রাহকদের জন্য আকর্ষনীয় এ রকম আয়োজনের। আর আমাদের গ্রাহকরা ভালবেসে আমাদের পাশে থেকেছেন। এজন্য আমরা সব সময় তাদের প্রতি কৃতজ্ঞ। ”

উল্লেখ্য, মিনিস্টার জন্মলগ্ন থেকে “আমার পণ্য, আমার দেশ গড়ব বাংলাদেশ” এ স্লোগানকে লালন করে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে। নিজস্ব কারখানায় বিশেষজ্ঞ দ্বারা দেশেই তৈরি হচ্ছে মিনিস্টারের সব পণ্য।

Share.