বর্তমানে প্রায় সবাই ওয়াইফাই ব্যবহার করেন। আপনার অজান্তে কেউ হয়তো নেটওয়ার্ক কানেক্ট করে রয়েছেন। এতে আপনার ওয়াইফাই ইন্টারনেটের গতি কমে যাচ্ছে।
একটি ওয়াইফাই রাউটার হোক আপনার ফোনের হটস্পট, আপনার ওয়াইফাইয়ের সঙ্গে কয়টি এবং কোন কোন ডিভাইস কানেক্ট রয়েছে, প্রথমে তা খুঁজে বের করা প্রয়োজন। তবে আপনি চাইলে আপনার ওয়াইফাই নেটওয়ার্ক কে বা কারা ব্যবহার করছেন জানতে পারবেন।
-ওয়াইফাই নেটওয়ার্কে কতগুলো ডিভাইস কানেক্ট রয়েছে তা জানার উপায়-
* প্রথমে আপনার ওয়াইফাই রাউটারে লগইন করতে হবে, আপনি যে কোম্পানির রাউটারই ব্যবহার করেন, তাতে এটি সহজে চেক করতে পারবেন।
* রাউটারে লগইন করতে, ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড প্রয়োজন। এছাড়া হোমপেজে ডিফল্ট আইপি ঠিকানা পাওয়া যায়।
* ওয়াইফাই কানেক্ট করা ডিভাইসগুলো খুঁজে বের করতে ক্রোম ব্রাউজারে আপনার রাউটারের আইপি ঠিকানাটি খুলুন এবং লগইন করুন।
* এরপর আপনি দেখে নিতে পারবেন, আপনার ওয়াইফাইয়ের সঙ্গে কয়টি ডিভাইস কানেক্ট রয়েছে। এবার আপনি যে যে ডিভাইসগুলোকে ডিসকানেক্ট করতে চান, সেগুলোকে সেখান থেকে সরিয়ে দিতে পারেন। ♦